খোলা প্রান্তরে দখিনা বাতাস চলাফেরা করছে,
বিচিত্র যান্ত্রিক জীবনে আমি হঠাৎ সম্পর্কের মানে খুঁজতে থাকি;
হৃদয়ের গভীরে উদ্বেলিত আবেগ ফুলে ফেঁপে উঠে,
তখন আমার সমস্ত চেতনা কেন্দ্রীভূত হয় সেই আবেগকে কালো রঙে আটকে রাখতে।
জনশূন্য দুপুরের নিস্তব্ধতা ভেঙে যখন ঘুম থেকে উঠি,
পুরনো কোনো গন্ধ পেয়ে,
অথবা হাজার বছর আগের কোনো দৃশ্য দেখে,
গভীর ক্ষত তৈরি হয় আমার ভেতরে;
অনুভূতিহীন শীতল সেই আঘাতটুকু আমি সাদা কাগজে বন্দী করতে লেগে পড়ি।
একের পর এক শুভ্র পাতা কালিমাযুক্ত হয়;
তবুও আমার উথালপাতাল আবেগকে তা ধরে রাখতে পারে না।
যখন প্রচণ্ড কুয়াশার মাঝে নিশ্চুপ ধানক্ষেতজুড়ে জ্যোৎস্না ছড়িয়ে যায়,
তখনও আমার মন-প্রাণ-দেহ অস্থির হয়ে ওঠে,
নির্ঘুম মধ্যরাতে আমি আলোর গল্পের কথা লেখার জন্য বারবার সচকিত হয়ে উঠি,
তারপরও কিছু কাগজকে আত্মাহুতি দিতে হয়
আমার আবেগকে প্রকাশ করতে না পারার অভিযোগে।
নাগরিক সন্ধ্যায় যখন লোডশেডিং নামের অমাবস্যা নেমে আসে,
আমি খুঁজে বেড়াই আমার হামাগুড়ি দেয়া সেই দিনগুলোকে;
মাঠের কাছে, অলিতে-গলিতে আমি হাতড়িয়ে খুঁজি পুরনো ডায়েরিগুলোকে,
সবই বৃথা মনে হয়,
যখন ডুবে যায় ভাবনার চাঁদ;
স্বপ্নের আকাশজুড়ে তখন তারার আসর বসে,
আমি ব্যস্ত হয়ে পড়ি তারাগুলোকে আকার দেয়ার জন্য,
ফলস্বরূপ কিছু কাগজকে স্থান করে নিতে হয় নীল ডোরাকাটা ঐ ঝুড়িতে।
এক সমুদ্র হতাশার মাঝে আমি একা একা সাঁতার কেটে বেড়াই,
অশ্রু আর সাগরজল তখন মিলেমিশে একাকার,
সেই মোহনায় আমি নতুন কিছু মুখ দেখতে পাই;
আবারো অবাধ্য কিশোরের মতো আমার আবেগটুকু কে ছুঁয়ে দেখতে চাই।
প্রেমিকার শান্তিময় চোখ কিংবা ভালোবাসাসিক্ত ঠোঁটের মাঝে আমি
নিজ অস্তিত্বের খোঁজ করি;
অচেনা কোনো অনুভূতি খেলা করে আমার পাঁজরের নিচে,
প্রচণ্ড নেশার ঘোরে আমি আবার কাগজ তুলে নেই,
হয়তো কলমের কালি ফুরিয়ে গেছে অনেক বছর আগে।
নতুন করে পরাজিত হয়ে ফিরে যাই আমি,
খুঁজতে থাকি নতুন কোনো আবেগ-
জীবনের বাঁকে বাঁকে ঘুরে ফিরে আমার মনে অদম্য কিছু কৌতূহল জমা হয়;
জীবনবোধের উচ্চ চিন্তিত সমীকরণ মাথার চারপাশে দেয় ডিগবাজি,
আমি কলম ছুঁড়ে ফেলি, কাগজ উড়িয়ে দেই।
জীবনের মানে খোঁজার এক স্বপ্রণোদিত দায়িত্ব এসে ভর করে আমার কাঁধে,
প্রতিটি মুহুর্তের মাঝে আমি জীবনকে ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ি,
ছেলেমানুষি আবেগ চাপা পড়ে যায় ব্যর্থ কোনো দার্শনিক চিন্তাধারায়;
আমি চোখ বুজে চারপাশ দেখার চেষ্টা করি,
আগুনের ফুলকির মতো কিছু আতশবাজি আকাশে খেলা করে,
পরিণত মস্তিষ্ক ভেলকি হিসেবে আখ্যায়িত করে সেসব নবীন আলো কে;
নতুন করে জীবনের মানে খোঁজার পথে আমি হেঁটে চলি,
সঙ্গী আমার জীবন, আর একরাশ গভীর জীবনবোধ।