যে হাত কখনো ধরতে চেয়েছিলো
তোমার হাত টিকে ,
সে হাত আজ ও পল্লবিত
ছুটে আসে এইদিকে ।
কঞ্জাক্ষ দৃষ্টি ভেসে রয়
মানস সরোবরে ,
তোমার আমার ঠিকানা আলাদা
দুজনে ভিন্ন ঘরে ।
একই আকাশ একই চাঁদ
দেখি ত্রিকোণ হয়ে ,
সঙ্গমিত চাঁদ দৃষ্টি
গড়ায় দু গাল বেয়ে ।
একিই দেশে রই আমরা
কিংবা ভিন্ন দেশ ,
খাই - বসি - ঘুমাই - হাঁটি
কাজের অবশেষ ।
রাস্তা চলি একই পায়ে
ঘুরে ফিরে আসি বারে বারে ,
যেখানে তোমাকে ছুঁয়েছি কখনো -
ভালবেসেছি অকাতরে ।
ছুঁয়েছি কখনো পালক হাতে
বুদ্ধ মূর্তিখানি ,
চেয়েছে সেও ছুঁতে , গিলেছে ব্যথা -
সমাহিত দৃষ্টি টানি ।
আসলে আমরা হারাইনা কেউ
রয়ে যাই ভিন্ন ভিন্ন গ্রহ কক্ষপথে ,
একে অপরকে দেখি, গোমরাই , হাত বাড়াই
নিজেদের লুকিয়ে ফেলি গভীর দীর্ঘশ্বাসে ।