একাকীত্ব জীবন যখন
নিঃসঙ্গ কারাগারে ,
ধুঁকছে - মরছে - আঘাত করছে
প্রত্যহ আপনারে ,
ভালোবাসাও গাঢ় - গহীন
হৃদয় অন্দরে ,
তবুও পারছেনা কাছে টেনে নিতে
গভীর আদরে ।
পরকীয়া সে, নিষিদ্ধ সে
সমাজিক নামকরণ ,
আন্তরিকতায় , তীব্রতায় তার
কবেই সতীত্ব হরণ ।
সতী - বলে কি কিছু আছে পৃথিবীতে ?
নাকি আছে কৌমার্য ?
হৃদয় এর ডাক দুরূহ - দুর্বার
বাকী সবই বাহ্য ।
বার বার ফিরি পরকীয়ার কাছে ,
বার বার ফিরি জারজে,
বহুবার লিখি তারই নামখানি
হৃদয়ে - মনে বা কাগজে ।
হাজার মাইল সে সরে সরে যায়
বহু বাধা, বিধি নিষেধে,
রক্তাও সে , জীবন্ত লাশ
তবু হৃদয় আধিপত্য মগজে ।
শেষ কথা শুধু বলে যায় সে
' ' ক্ষমা করো প্রিয়তমা ' '
একি কফিননে দুটি হৃদয় আলিঙ্গিত রেখো ,
শেষ অনুরোধ একে অপরকে
ভালো থাকো , ভালো থেকো ।