ঘরের কোনে একলা বসি
একলা কাঁদি - একলা হাসি ,
একলা প্রলাপ - একলা ব্যথা
অসহ্য  এই নিঃসঙ্গতা ।

চাপছে শুধু চাপছে ঘাড়ে
আঁধার থেকে হাতটি নাড়ে ,
দিব্যি আমায় জড়িয়ে ধরে
একটু একটু রোজই মারে ।

অব্যক্ত যে যন্ত্রনাটা
বুকের  মধ্যে দগদগে ঘা ,
জ্বলছে শুধু জ্বলছে আগুন
নিঃশব্দে নিঃসঙ্গতা বাড়ছে দ্বিগুণ ।

মেঘলা আকাশ বুঝবে আমায়
একলা - চাঁদ খুঁজবে আমায় ,
যে বৃক্ষ টি ঝিমিয়ে আছে
তারা সবাই ডাকছে কাছে ।

দ্বিপদ যে শ্বাপদ সকল
মারছে- ভাঙছে - ঠেলছে আমায় ,
তাদের সাথেই বিরোধ আমার
চিন্তনে বা নৈতিকতায় ।

তবুও তারা নিজের আমার
কিন্তু তারা মানছেনা হার ,
তাই - নিজেকে গুটিয়ে নিচ্ছি  আমি
যন্ত্রনা নিঃসঙ্গতায় পাচ্ছে আকার ।