কেনো ভালবাসি এতো  ?
যত  ভালবাসি -  যত কাছে  যাই ,
বেড়ে  বেড়ে  যায়  ক্ষত।

কেনো  ভালবাসি  এতো ?
যত  দূরছাই -  যত  অবহেলা
গিলে  ফেলি  অবিরত ।

কেনো  ভালবাসি  এতো  ?
যত  পিছু  তুমি  হটো  -  যত  তুমি  কোঁকড়াও ,
ততখানি  আগলে  তোমকে
হই  আমি  অবনত  ।

কেন  ভালবাসি  এতো ?
যত  তোমর  নিঃসঙ্গতা  -  যত    
ক্ষত - বিক্ষত ,
গ্রহণ  করি  তারও  বেশি
যত  হই  অবগত  ।

কেনো  ভালবাসি  এতো  ?
স্পর্শে -  গন্ধে -  ভালোবাসায়
প্রগাঢ়  আপনত্বে ,
তোমর  কাছে  আমি
বিমুগ্ধ  -  বিনীত  ।

তাই  ভালবাসি  এতো
তাই   ভালবাসি  এতো  । ।