ভালবাসতে চাইনি কখনো তাকে
বেসে ফেলেছি ভালো বেখেয়ালে ,
রক্তাত্ত দু - হৃদয় পাশপাশি এসেছিলো
জ্বলে উঠলো অন্তরঙ্গতার দাবানলে ।
ধীরে ধীরে যত চড়েছি হৃদয় পাহাড়
দেখেছি শুধু চিরহরিৎ বৃক্ষ ,
যা এতকাল চাপা ছিলো অবহেলায়
কণ্টকিত , পাথরে - নুড়িতে রুক্ষ ।
যতবার তার হাতটি ধরতে যাই
সে হাতে শুধু রক্ত আর রক্ত ,
আমার সুরক্ষিত - শোষিত আধিকার নেই
তাই হাতের রক্তে ভিজিয়ে নিই বক্ষ ।
সে ফোঁটা ফোঁটা রক্তে গোলাপ ফোটে
বুকের মাঝে আবদ্ধ গুম ঘরে ,
হৃদয় জুড়ে কাঁটা আর শুধু কাঁটা
প্রকৃতি জুড়ে সুগন্ধ ওঠে ভরে ।
যত পথ হাঁটি আরো রক্ত আরো গোলাপ
এ প্রকৃতি রোজ ভাঙে খান- খান ,
মরতে চেয়ে ও মরতে পারেনা মন
তাই যন্ত্র থেকে যন্ত্রণায় উত্তরণ ।