জীবাশ্ম সহায়
.............................
কবেকার কোন বসুধা ছিন্ন স্তরে
পরতে পরতে লিখেছি তোর নাম,
অগ্নি নদী দুর্বার পুড়ে পুড়ে---
শীতলতায় থেমে গেছে সংগ্রাম।
এখনতো শুধু সুপ্ত আগ্নেয়গিরি,
এখনতো শুধু মরা জ্বালামুখ,
ভালোবাসার স্পর্শ মেপে মেপে ...
পলিস্তরে ডুবিয়ে রেখেছি বুক।
সে বুকের যত গহন জ্বালা -পোড়া
জলে, কাদায়, তাপে, চাপে মিশে যায়,
কখনো যদি চেতনা ফিরে আসে
ছুঁয়ে দেখিস - "জীবাশ্ম সহায় "।
ঈশিতা
১৯ . ৫ . ২১