এখানে আকাশ এখনো অবনত ,
এখানে আকাশ এখনো নেমে আসে  ,
ধানের শীষে কিংবা দুর্বা ঘাসে
গভীর স্পর্শে এখনো ভালোবাসে ।

এখনো মন বহিরাগতর পানে ,
ধেয়ে চলে যায় কিসের আকর্ষণে ?
হয়তো তোর আঁখির পানে চেয়ে
গান ভূলে যায় বাউল মাঝখানে ।

এখনো তোর স্মৃতিটি আঁকড়ে ধরে
পর্ণমোচী বৃক্ষ হয়ে থাকি ,
আকাশ ডাকে সাগর ঝাঁপায় বুকে
মরশুম শেষে বসন্ত হয় ফাঁকি ।

এখনো তোর ডাক নামটি ধরে
শৈশব কৈশোর পেরিয়ে যাই অবিকল ,
খোলা মাথায় বৃষ্টি নেমে এলে
এখনো তোর জন্য দুচোখ ছলছল ।


এখনো  অদৃশ্য সুতোয় ,
সাঁঝ আকাশে ঝুলে থাকে ধ্রুবতারা ,
সেই আগুনে অবিকল তোর মুখ
এখনো হৃদয় ভালোবেসে দিশেহারা ।