কুড়িয়ে - বাড়িয়ে যে টুকু পাই
তারও বেশী আমি -
চাইলে জোর করে
ছিনিয়ে নিতেও জনি ।
কিন্তু - কখনো ছিনিয়ে নিইনি
তোমাকে তোমার থেকে ,
যে টুকু দিয়েছো - সেটুকু নিয়েছি
মাটিতে হাত রেখে ।
তাও কেনো তুমি কাঁদো ?
তাও কেনো গর্জাও ?
কখনো কি বলেছি তোমাকে
আর ও দাও ...আর ও দাও ?
যন্ত্রণা টুকুও যদি না বোঝ
তবে বলো কি করে হয় ?
তোমার ওই জেদ - অভিমানে
বড্ড আমার ভয় ।
তাই দূরে দূরে ছুটে বেড়াই
রাস্তায় পড়ে রই ,
ব্যথা যেটুকু বুকের আমার
নিজেই আমি বই ।
গলা জ্বালাই বিষ ঢেলে
আর হিমঘরেতে শুই ,
মনটা ডোবাই ফরমালিন এ
তুতেন খামেন হই ।
ভালবাসি বলেই তোমাকে
কখনো করিনি চুরি ,
হাজার না পাওয়ার মাঝে থাক
আমার এইটুকু বাহাদুরী । ।