শত - সহস্র যন্ত্রনা তোমার -
স্পর্শ যখন করলে আমায় ,
আদর হয়ে উঠল জেগে
মন - আঙুলের ডগায় ।

সারা শরীর জুড়ে -
আঙুল বোলানো নাম ,
ভালোবেসে - কখনো রাজা
কখনো সে গোলাম ,
বিস্তর মন হেঁটে দুজনে -
শরীর পেরোলাম ।

শরীর - সে তো পূর্ণ সমাধি নয় ,
বার বার জাগে
প্রতিবার হয় ক্ষয় ,
নামটি তার ধরে ডুকরে ওঠে
সব কান্না প্রলাপ হয়ে যায় ।
অনুভূতি গুলো গোমরাতে গোমরাতে
ঘুমিয়ে পড়ে অচেতন বিছনায় ।

থাক একটা অসমাপ্ত প্রেমের গাথা,
থাক একটি অসমাপ্ত শরীর নদী ,
সাগর এসে যে নদী ছুঁয়ে যায়
পথে হারালে ও নেই তার কোন ক্ষতি ।