পূর্ণিমার চাঁদ আবছা হলে
তখনো , আলো - আঁধারি পারাপার ,
বহুদূর দেশে আলো জ্বলে যেন
সীমান্ত রেখা নক্ষত্রের হার ।
টিমটিমে কিছু দূরাগত আলো
স্বপ্ন জাগিয়ে রাখে ,
বহুদূর থেকে স্বপ্নময় চোখে
অভিসারিকাকে দেখে ।
পরনে তার শ্বেত শুভ্র ঝিল্লি বৈতরণী ,
উতল বুকে সমুদ্র জল হয়েছে আবরণী ।
সমুদ্র তার গাঢ় ঢেউ নিয়ে
সারা বুকে আছড়ায়,
ঝিল্লির আঁচল দক্ষিনা হাওয়ায় উন্মাদ হয়ে যায় ।
সুগভীর চোখে অমাবস্যার
কৃষ্ণ আদর টানা ,
কেশরাশি তার ফেনিয়ে ওঠে
মেলেছে তারা ডানা ।
কণ্ঠদেশ নগ্ন তার
শ্বেদবিন্দু খেলা করে ,
কোমল দুপায়ে নিক্কোনী তার
ব্যথায় ওঠে ভরে ।
বাহু বন্ধনী উদম উদাস
সুকোমল ঠোঁটে গভীর সুহাস ,
বহু যুগ ধরে বহু পথ বেয়ে
অবিরত সে আসে ,
অসমাপ্ত পথে - অক্লান্ত দহনে
ভেসে চলে অনায়াসে ।
অভিসার তার শেষ হয়নি
শেষ হয়না কক্ষনো ,
কামিনী - মরমী অবারিত তাই
শরীর ও মননে ও ।