নিঃসঙ্গতার আকাশে ভাসমান এক ফালি মেঘ,
যা বৃষ্টি হতে চায়, তবু হতে পারে না।
আমার বুকে ঝরে পড়া দুঃখের জ্যামিতি,
তোমার দিকে এগিয়ে যেতে গিয়ে ফিরে আসে।

শহরের ক্লান্ত বাতাসে,
তোমার নামের গন্ধ পেলাম আজ।
এ কোন ছায়া, যা ছুঁয়ে দিয়ে যায়-
তবু ছুঁতে দেয় না!

রাতের অন্ধকারে তোমার স্মৃতিরা জোনাকি,
যা জ্বলে, নিভে, আবার জ্বলে।
আমি ঘুমের গভীরে তোমার নামে একা-
পাহাড় গড়ে তুলি, আর নদী বানাই।

তুমি কোথায়?
এই প্রশ্ন একরাশ শূন্যতার মতো-
আমাকে ঘিরে ধরে।
আমি উত্তর জানি না, তবু অপেক্ষা করি।
তুমি আসবে- হয়তো একদিন।