মায়ার বাঁধনে বেঁধো না প্রিয়া,
স্বপ্নেরা যেন হারায় দিশা।
আলো আঁধারের খেলায় মগ্ন,
মনের কোণে রচে বিষন্ন।

মায়া যখন হয় গভীর জাল,
হৃদয়ে লাগে ব্যথার ঢাল।
সজাগ থেকো, রেখো মন খোলা,
মায়ায় ভেসে হইও না ভুলা।