রক্তে লেখা এক ইতিহাস, কান্নায় ভেজা দিন,
মৃত্যুর মাঝেও জ্বলে ওঠে বিজয়ের অমল তরণী।
পুড়েছিল গ্রাম, কেঁদেছিল মা, হারিয়েছিল কত প্রাণ,
তবু বাঙালি থামেনি আর, গেয়েছিল যুদ্ধের গান।
শত্রুর কাঁপন, বীরের তেজ, আগুনে জ্বলে মন,
স্বাধীনতার দীপ জ্বালাতে দিল প্রাণের উৎসর্গণ।
ডিসেম্বর এলো বিজয়ের স্বর, মুছে দিল সব ভয়,
সবুজের বুকে লাল কাঁপিয়ে ফুটল স্বাধীনতায়।
জেগেছে জনতা, উঠেছে গান, আকাশ করেছে শপথ,
বাংলার মাটি অক্ষয় থাকবে, রাখবে বিজয়ের রথ।