এই সমাজে,
কিছু বিভীষিকাময় মরীচিকার দল
স্বহস্ত অগ্রসর করে
নিয়মতান্ত্রিক হেঁটে বেড়ায়।
নিয়মটা বাঁধা,
এর ব্যতিক্রম হয় না।
যদিও অল্প নড়বড়ে হয়,
তবে তা চোখে পড়ার মতো নয়।
এই নিয়ম মেনেই তাদের চলাচল।
উদ্দেশ্য দুটো:
এক দলকে বড় করা;
তা অবশ্য সব দলই চায়।
এটি কল্যাণকর,
দলের জন্য মঙ্গল।
কেননা দল বৃহৎ হলে
সহসা কোনো আঘাতে তা ভাঙার নয়।
দু-একজন দলছুট হলেও
  শক্ত প্রতিরোধ গড়ে তোলা যায়।
এটি ভদ্দর সমাজের জন্য শিক্ষণীয়।
ভদ্দর সমাজের লোকেরা
এক - আধটু জ্ঞানী হতে পারলে,
দু-এক পয়সা বাড়তি কামাতে পারলে,
নিজেকে কী'ই না মনে করে।
একই সমাজে থেকেও একে অন্যের দেখা নেই,
একটু গল্প-গুজব,হাসি-ঠাট্টা  নেই।
সবাই বড়!
সে যাই হোক,
ভদ্দর সামাজিক গুণ সবারই জানা।
দ্বিতীয় উদ্দেশ্য বলা বাকি ছিল,
এত ভয়াবহ!
থাক আর বলে লাভ নেই।
গিবত বড় পাপ।