ধিক্কার করি,
বর্তমান মানসিকতার;
ধিক্কার করি,
এই নষ্ট বোধের।
অনেক হয়েছে,এবার থামাও
অযথা,
অশ্রু রোদন।
কেঁদে আর হবে কী?
আসো,চলো দাঁড়াই,
কপটতার বিরুদ্ধে।
তাই বলে,
ভেবোনা শত্রুকে সহজ;
কপটতা তাদের চরম।
হারাতে মরিয়া তারা তোমায়।
জানো,জানো কী!
তুমি কে?
হ্যাঁ,মুসলিম;
শ্রেষ্ঠ সেই জাতি।
শুদ্ধাচার যার কর্তব্য।
মিথ্যাচার আর অকারণ মাস্তি - মওজ
বনে না যার চরিত্রে;
আদর্শের শক্তি যার সর্বোচ্চে।
অস্ত্রকে ভয় কেনো তবে?
চলো,
দাঁড়িয়ে যাই,
আজ আবারো স্বস্থানে,
জিহাদের প্রত্যয়ে ।
পারবেনা কেউ রুখতে।
যেমন পারেনি,
ইসলামের বিস্তৃতি স্তব্দ করতে।
বদর, ওহুদ কি'বা খয়বরের যুদ্ধে।
সত্যের বিজয় নিশ্চিত;
করতে হবে তাকে ত্বড়িৎ।
আজ তবে ঘটাও,
প্রত্যয় আর প্রতীতির সুসমন্নয়।
রোদন অশ্রুর শেষ হবেই।
আর যেনো,
শুনতে না পাই,
"রোদন অশ্রুর শেষ কবে"