কেনো হেরে যাই বারে বারে?
কেন আগলে রাখতে পারি না তাকে?
প্রশ্ন দুটি প্রত্যহ প্রতিক্ষণে
শুধু পীড়ন যন্ত্রণা দেয় আমাকে।

একরাশ যন্ত্রণা আর তুষের অনল
তৈরি করলো এই বুকের ভিতর এক শক্ত ইমারত।
যাতে বাস করে এক একাকী এক কবুতর,
যে বয়ে যাওয়া বাতাসে ফেলে দীর্ঘশ্বাস।

একাকীত্ব কি এতই দামী? যারই  তরে
আসে একবার,প্রণয় যেন তার হতে হতে
গভীর হয় আরো,নীল আকাশের
বিশালতাও হয় আরো স্পষ্ট;
যাতে লেখা থাকে হাজার কষ্ট।

ভুলে থাকা সব স্মৃতি জড়ো হয় যেথা,
সন্দেহ হয়,তার সবই কি যাবে বৃথা।
পুষ্পকানন আর অশ্রুসিক্ত নয়ন,
আজ শুনিয়ে দেয় তারি না থাকার চরণ।
এত ভেবে লাভ কী?জানি,
ভালোবাসার নেই তো মরণ।