নন্দিত জাগ্রত জাগরণের তুমি দিশারী
পুলকিত পুস্পিত আগমনের তুমি তো সেই কান্ডারী ।
দীপ্ত তুমি , উদ্ভাসিত তুমি , তুমি রণবীর
কাঙ্খিত তুমি,  অমৃত  তুমি, সুধা বারিধির ।
চপোল  চঞ্চল পরশোকে কাতর
স্মরণীয় তুমি  সর্বপরি ,
নন্দিত জাগ্রত জাগরণের তুমি দিশারী ।

আজ
রাত্রি তিমির, সংকট গিরি,  দূর্গম ছায়া পথ, সম্মূখে তব
ঝড় ঝঞ্ছা হানিবে আঘাত, চিরিতে চাহিবে বক্ষ তব ।
সেঁজতি তুমি, সূর্যতনয়া তুমি, উন্নত তব শির
নত জানু হয়ে, বিধাতা ভিন্ন, কাহারেও করিও না কখনও কুর্নিশ।

নিরঞ্জনা তুমি. নির্মলা তুমি , নিরোভিমানি
সূর্য-সারথী তুমি
অরুন্ধতী সম অরোরার ক্ষণে আদিত্য হয়ে বিলিয়ে যেও
কল্যাণ আলো  একাকিনী ।

ঈশান নৈঋত হতে জানি বাজিবে,বিষের বাঁশী
কোকিল পাপিয়া হয়ে ঢালিও তাদের কন্ঠে অমৃত সুধা,
রাশি রাশি,  হাসি হাসি।
তুমি র্উবশি, তুমি সুধাংশু কিরণ রাশি।

কাহারো ভ্রকুটিতে ভয় নাই
কাহারো ঠমকি, ধমকিতে, দমিবেনা তাই।
রোধিও না কর্ম তব ,
ত্যজিও না রণ ,মাঝ পথে ।
জেগেছ তুমি, জেগে রহ সর্বদা
রণজিৎ সাজ সেজে
তব  উত্থিত বঙ্গে, নব জাগ্রত  রথে ।

আশার বেদীতে জ্বেলেছ দীপ শিখা,
মঙ্গল দীপ নিয়েছ হাতে
নিভিতে দিওনা তাকে
যদি গো ঝড়ও আসে ,
থেমে যেওনা কভু তাতে ।
নিচ্ছিদ্র তমস্বিনী আচ্ছাদনে আবৃত আজ  বাংলার পথ
জ্যোতির্ময়ী তুমি তমোজ্যোতি হয়ে জ্বালাবে আলো,
করেছ শপথ।

তব হাত পরিবে যেথা, পুস্পবৃষ্টি ঝড়িবে সেথা ,
ঝড়িবে জ্যোৎস্না হাসি ,
আধারের বুকে, লয়ে সুধাংশু কিরণ রাশি ।

নিত্য নিরঞ্জন , কল্যাণ হোক নিরন্তর
তব পদাঙ্ক স্মরে,
আলোর পাপিয়ারা উঠুক  গেয়ে
এই নব জাগরণের সুর, তব সুর ঝংকারে ।
দাপিয়ে বেড়াও নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, নির্মল জ্যোতী হাতে
বাজিয়ে যাও জয়ের ঘন্টা তব ,
বেয়ে যাও তরনী  তব, লয়ে নিরলস মঙ্গল উল্কা সাথে ।

মহাকালের সৌদামিনী সম  জ্বলে উঠো প্রখর তপ্ত তেজে
মহা সমরের দূর্দমনীয়  অনিকের সাজ সেজে ।

হানো আঘাত,
ভেঙ্গে দাও সকল, দুষ্ট প্রলয় সৃষ্টিকারীর দম্ভ দাঁত ।

বসুধার বক্ষ চিড়ে নির্গত লাভা সম,
উদগীরিত আগ্নেয় উচ্ছাস নহ তুমি ।
আদিত্য হতে ঔজ্বল্য জ্যোতি,
হস্তে তব, লুটায়ে দিচ্ছে  চুমি।

খেলিছে যেথা মঙ্গল আলো ,
সরে যাবে সেথা হতে ,সকল আধার, সকল কালো ।
সত্য জ্ঞানে, গৌরব সুরে  মুছে যাবে সকল বেদনা
সকল শোক ।
উঠবে হাসি বঙ্গবাসী বিশ্ব জুড়ে
তোমারই মাঝে তাদেরই  বিজয় ঘোষিত হোক ।

আকাশ -পাতাল - মর্তভেদী
জয় বাংলা- বাংলার জয় ধ্বনিছে  আজ র্সব দিকে ।
বঙ্গবন্ধু আর তোমারই লাগি--
সারা বিশ্ব চিনেছে আজ, এই বাংলা- আর বাঙ্গালীকে।
                      -ডা: খন্দকার মো: ইকবাল,১৭ নং ফ্রী স্কুল স্ট্রীট, কাঠালবাগান, ঢাকা