মাঠের পাশে মস্ত জায়গা জুড়ে তোমার অবস্থান,
তোমারই ছায়ায় বসে বাউল ধরে ভাটিয়ালী গান।
তোমারি ফল খেয়ে বেঁচে থাকে লক্ষাধিক পাখি,
তোমার তলে বসলে আরামে বন্ধ হয়ে যায় সবার আঁখি।
গ্রামের বাজারটা গড়ে উঠেছে তোমাকে কেন্দ্র করে,
ছোট্ট কাঠবিড়ালিটি বাসা বেঁধেছে তোমারি কোঠরে।
তোমার তলে বসলে মানুষ কাজের কথা যায় ভূলে,
তোমার তলে বসেই পুরোহিত মন্ত্র পড়েন প্রান খুলে।
তোমার নিচে বসে সাপুড়ে দেখায় সাপের খেলা,
জনমানব শুন্য হও তুমি যখন ডোবে পশ্চিমের বেলা।
সন্ধ্যায় ঝিঝি ডাকে একটানা তোমার পাতায় বসে,
ভীনদেশী পথিক বিশ্রাম নেয় তোমার তলে এসে।
সারাটা রাত তুমি থাক ছোট্ট শিশুর মত নিশ্চুপ,
তোমারি ডালে বসে সারারাত নিশ্চিন্তে ডাকে ডাহুক।
সকাল হলেই ফের কর্মব্যস্ত জীবন শুরু হয় তোমায় কেন্দ্র করে,
তুমি এ গ্রামকে ভালোবেসে মুড়ে রেখেছ মায়ার চাদরে।।