যতো বেশি করে দেখি তারে তবুও
তৃষ্ণা মিটেনা শুধু দেখার স্বাদ জাগে।
তার অনিন্দ্য ভালবাসার-
পিয়াসা মিটিবেনা কখনো কুসুম্বরাগে।

আবেগ ভরা অনুরাগের দুষ্ট-দুষ্ট তার
অভিমান, মিষ্টি-মধুর লাগে।
কম্পিত ভেজা কন্ঠে তার মৃদু্-মৃদু
তিরস্কার, স্নিগ্ধ ভালবাসার অনুরাগে।

কখনো পাড়ব না তাকে আমি ভুলতে,
সে-তো হৃদয়ের পুষ্প ডালিতে গাঁথা।
হৃদয়ের স্পন্দনে স্পন্দনে রয়েছে-
জাগ্রত, তারি বিহনে মরণকামড় ব্যথা।

নীল আকাশে ভাসিয়েছে সে, প্রেমের
উদ্ভাসিত রাঙানো ভেলা।
হৃদয় গগণ করেছে দখল, মহোৎসবে
তারি বিচরণ, লুকোচুরিতে করছে খেলা।

ভালবাসার সুষমায়, পূর্ণিমা আলোর
মতো হৃদয় ভূবন ভাসালো সে স্নিগ্ধতা।
স্বৈর্গীয় শান্তির নিবাসপুরী তৈরী করল
মর্তলোকে, অপূর্ব  তার তীব্র-প্রখরতা।

একদিন নীল আকাশ ঘনসাদা কুয়াশার
মেঘের আবরণে করল ঝাপসা।
স্বপ্ন-আশা সব কিছুর হলো অবসান,
অন্তর ভাসালো নিলাভ যন্ত্রণার দূরাশা।

খনেখনে মিষ্টিহাসি দিয়ে অনিন্দ্য সুন্দর
মুখখানি তার ডাকে শুধু ইশারা।
মেঘের আড়াল থেকে করে লুকোচুরির
খেলা, কভূ দেয় না-তো কখনো সে ধরা।

ডিসেম্বর ২১, ২০২১