গোল পাতা নয়কো গোল
বেশ লম্বা তার আকৃতি।
চিকন আলী চিকন নয়
দেখতে বেশ মোটা প্রকৃতি।
সুন্দর আলী কভূ সুন্দর নয়
রঙটি তার বেশ কালো।
কালো মিয়া নামটি তার
বাস্তবে হলো সে ধলো।
নাম রেখেছে মা'য়ে তার
বাদশা কিম্বা নবাাব।
সারা বৎসর থাকে ঘরে
দুঃখ কষ্ট আর অভাব।
মরা নদী নামটি তার আছে
তাতে অনেক পানি।
খেয়া নৌকা সবই চলে
নামের মিল নাই একটু খানি।
গর্জন গাছের নেই কোন গর্জন
প্রকৃতিগত ভাবে সেতো ঠাণ্ডা।
বুকটা তার চেরাই করে
তবুও মারে না কভূ সে ডাণ্ডা।
আকাশটা আছে শূণ্যে দাড়িয়ে
ভেঙেতো সে পরে নাতো কভূ।
আলো ঝলমল বায়ু বৃষ্টি দিচ্ছে
অকাতরে মোদের সেবা তবুও।
জন প্রতিনিধি হচ্ছে তারা
তবুও করছে না যেন একটু সেবা।
অন্যের সম্পদ লুটের
উপর হাতখান বেশ লম্বা।
সব কিছুতেই যেন উলট পালট
নেইকো কোথাও একটু মিল।
সভ্যতার নামে চলছে অসভ্যতা
রক্ত হয়ে গেছে কুলোষিত নীল।
সেবার নামে করছে অবহেলা
বিচার হীনতা বাড়ছে দিন দিন।
ভালো মানুষ পাচ্ছে কষ্ট,
দুষ্টরা লুটছে ফায়দা প্রতিদিন।
মুখোশধারীর মুখোশ খুলতে
হবে ভাঙতে হবে বিষ দাঁত।
তবেই শান্তির তোপধ্বনি
অন্তরে করবে যেন রেখাপাত।
জুলাই ০৪, ২০২১