বেশভূষা কভূ হয়না মানুষ,
ভাবতে বিস্মিত হয় অন্তর!
কোথায় লুকায়িত মনুষ্যত্ব
বিন্দু পরিমাণ হৃদয় দৃশ্যপটে হয়না দৃষ্টি গোচর।
নীতি বাক্যের কথা মুখে বলে
অন্তরে করে শুধু অবহেলা।
স্বার্থের তাগিদে রাখে মনে
অন্যের সহানুমর্মিতা অন্তরে কভূ না ভাসায় ভেলা।
সত্যোর কভূ যদি হয় বিবৃতি,
সম্মান রক্ষার্থে করে দুরভিসন্ধি।
কখনো অগ্নিমূর্তি ধারন করে
খোঁজতে থাকে ঘায়েল করার কলাকৌশল ফর্ন্দী।
ভূতের মুখের রাম রাম
করছে মুখে শুধু সর্বক্ষণ।
জীবন চক্রের সাথে সত্যের
সম্পর্ক রয়েছে ফাঁকা অসভ্য চক্রগুলোর আমরণ।
মিথ্যার উপর নির্ভর জীবন,
মিথ্যার উপর যেন বসবাস।
মিথ্যা যেন রক্তে গেছে মিশে,
মিথ্যাকেই প্রতিষ্ঠিত করতে খাটায় বিভিন্ন অজুহাত।
ধীরে ধীরে রঙ্গিন স্বপ্নগুলো
হয়ে যায় একদিন ঝাপসা।
শরীরে বলশক্তি যায় ফুরিয়ে,
বিদায়ের ঘণ্টা পরে বাড়ি তবুও নোংড়ামীর তপস্যা।
দীর্ঘ সময় পরিক্রমায় রক্তের
সাথে মিশে যাওয়া নোংড়ামী।
বিনাচেষ্টায় হবে উত্তরণ? স্বর্গ
মর্ত্যলোকে করবে ভর কাল্পনিক ভাবনাগুলো ভণ্ডামি।
এপ্রিল ২৩, ২০২১