হে দুর্জেয় উত্তাল সমুদ্র তোমার সুগভীর
বুকখানা অনেক বড় অনেক সুপ্রশস্ত।
ভালোবাসার দু'হাত তোমার সত্যিই
আশীর্বাদ পুষ্ট পরোপকারে রাখ ন্যাস্ত।

অগণিত জল রাশিরাশি ধারন করিয়া
হাসি আনন্দে উপকারিতা করিতেছ দান।
তোমার সুফলতা বহিয়া দিতে কখনো
করিতেছনা কার্পণ্যতা তুমি তো সুমহান।

তোমার ধৈর্য্যশক্তি অপরিসীম সত্যিই তুমি
মায়া-মমতায় রহিয়াছ সিক্ত।
তোমার বুকে অবিরাম চলিতেছে ঘাত
প্রতিঘাত তবুও হউনি কভু একটু ক্ষিপ্ত।

অপরূপ সুন্দর করিয়া চলিতেছে কত
জলযান, কত সুন্দর তাহার শোভাবর্ধন।
সমুদ্রের বুক চিরিয়া তলদেশে তুলিতেছে
হীরা মানিক মণি স্বর্ণ মুক্তা কত অমূল্যধন।

হে উত্তাল সমুদ্র কখনো তুমি মনের অজান্তেই
অগ্নিমূর্তি ধারন করিয়া হইয়া পড় বেসামাল।
সম্মুখে যাহা পাও ভাঙ্গিয়া করিয়া ফেল
চুরমার, মাথায় উঠে রক্ত সবই গোলমাল।

মানুষের অভিশাপকে অতি তুচ্ছ করিয়া
হইয়া যাও ভীষণ বেপরোয়া অতিরুক্ষ।
সহস্র-কোটি মানুষের প্রাণনাশে চালাও
তান্ডবলীলা সভ্যতাকে কর তীব্র কটাক্ষ।

ধ্বংসলীলা মত্ত হইয়া রক্তপানে মিটাও
রক্ত পিপাসা গ্রহণ কর পরিতৃপ্তি।
কল্যাণকর সমস্ত কিছু তুমি যাও ভুলিয়া
যুগসঞ্চিত সভ্যতার ঘটাও পরিসমাপ্তি।              

জানুয়ারি২৭, ২০২১  খ্রিঃ