হৃদয়ো গগণে অনুরাগের দেয়াল, দুর্ভেদ্য
পাষাণ আবরণ, পুড়ছে হৃদয় রণ শিহরণ!
জমাট বাঁধা কষ্টগুলো খাচ্ছে কুঁড়ে
পাষাণ রঙে রাঙিয়েছে অবারিত গগণ।
সূর্য্য তেজ যে শুধুই নিথর, পশ্চাৎমুখী
দ্রুতি কেন যে করিলো অচেনা ধূসর।
দগ্ধ হৃদয়ো বিজলী বর্ষণ, জমাট-বেঁধে
হচ্ছে যে শুধুই হিমশীতল স্তব্ধ প্রস্তর।
কখনো হবে কি আর সমদ্রুতি
হারিয়েছি যা!
পশ্চাতে পশ্চাতে শুধুই করবে হানা,
সাবলীল স্মৃতিগুলো বিস্মৃতি হলো যে তা।
অবারিত গগণে রাশিরাশি কালো "মেঘ"
উড়ছে মেলে শুধুই ডানা।
ক্ষতবিক্ষত হৃদয়ো গগণ, ধৈর্যের বাঁধতো
নেই যে আমার জানা।
ছিন্ন হৃদয়ো অর্ণব স্মৃতি, তপ্তরক্ত কণা
তুলছে ফণা, হিম শিহরণ!
সমগ্র হৃদয়ো জোড়ে তবু্ও তারি বিচরণ,
কতোইনা মিষ্টি সতত স্মৃতির পূনঃজাগরণ!
অবারিত স্মৃতিচারণ, তিক্ততা-মধুময়তার
উন্মাদনা মেতেছে হৃদয়ো গগণ।
দু'দণ্ড স্বস্তির নিঃশ্বাস অনাকাঙ্ক্ষিত শুধু
পলেপলে দলিত অন্তরাত্মা, নিজেই বিভীষণ।
কখনো রুদ্রদীপ কখনো ঘন কুয়াশা কি
নিদারুণ মরীচিকার খেলা!
মনের মাধুরিতে ক্ষনেক্ষনে তৃপ্তি, স্মৃতির
অনুনয়ে শুধুই লুকোচুরি হৃদয়, সংশয় চলা।
নভেম্বর০৩, ২০২৩