ছোট্ট একটি সহজ কথা "ভালোবাসি"
বলা ততো সহজ নয়।
মন প্রান আবেগে আপ্লুত, হৃদয় প্রেমে
উদ্ভাসিত তবুও বলতে পশ্চাৎমুখী হয়।
বীরদর্পে দীপ্ত কতো সুশ্রী নওজোয়ান,
প্রেম ভাবনায় হয়েছে কাতর।
কতো ছলাকলা কতো কৌশল সবি নিরর্থক
পণ্ডশ্রম বুকে বেঁধেছে পাষাণ চাপা পাথর।
কল্পনার রাজ্যে কেউবা প্রেমের বীরপুরুষ,
কেউবা প্রেমের দেবী আফ্রোদিতি।
ভালোবাসি বলতে ভাঙে বুকের পাঁজর,
হয়ে পরে অন্যমনস্ক বেড়ে যায় অস্বস্তি।
তবুও ইশারা ইঙ্গিত কতো অনুনয় বিনয়,
সর্বাত্মক প্রচেষ্টা বুঝায় মনের ভাবখানি।
যুগল যুগলিকার ভালোবাসা মহাপ্লাবনে
ধ্রুবতারা হয়ে ভাসতে থাকে অন্তরখানি।
হৃদয় উচ্ছ্বাসিত ভালোবাসা তার, মনের
অজান্তেই মনের সাথে হয় বিনিময়।
একে অপরের প্রণয় কাব্যে হয় পরিণত,
যেন লক্ষ বছরের পরিচিত মন মোহনীয়।
চলে ভালোবাসা অবিরাম, এক পলক
চোখের আড়াল যেন বিরহ-কাতর কান্না।
বিমোহিত ভালোবাসা যোগায় বাঁচার
প্রেরণা, জীবনের প্রাণশক্তি নীলাভ ঝর্ণা।
অনিন্দ্য ভালোবাসা বিমোহিত অন্তর,
মনে সুষমা সিক্ত নন্দিত শান্তির পরশ।
ব্যবহৃত "ভালোবাসি" শব্দটি শুধু পরিমিত,
ভালোবাসার মোহিত রূপ তীব্র জৌলুশ।
সেপ্টেম্বর ০৩, ২০২১