প্রস্ফুটিত ফুল তার সৌরভ ছড়ায়ে
সকলের মন করে বিমোহিত।
কোন এক দিন  ফুল যাবে শুকায়ে
ভক্তের হৃদয় হবে না কভূ উদ্ভাসিত।

ফুলের পূর্ণতা আসে সৌরভ ছড়ায়ে
দেওয়ার পর যখন যাবে ফুল ঝরে।
সৌরভ হলো মনের অনিন্দ্য ভালবাসা
শুকনো ফুল কভূকি ভক্তের মনে পড়ে!

মালির মনে শুধু দগ্ধ জ্বালা কোথায়
হারিয়ে গেলো যত্নে রাখা সাজানো ফুল।
মালির দগ্ধতা বুঝবেনা কেউ করবে
শুধু পরিহাস অট্টহাসিতে অপ্রতুল।

পেয়ে হারানোর ব্যাথা কতো যে কঠিন
কতো যে নিদারুণ ভুক্তভোগী শুধু বুঝে।
চাওয়া পাওয়া নেই যার বোধগম্যতা
কিভাবে হবে তার ভোজ্য শুধু খোঁজে।

রাত্রি অন্ধকার নক্ষত্র তারকারাশি
মালির দগ্ধ মনের সাথে সম্পর্ক নিবিড়।
সমূদ্র কিম্বা বিরান মরুভূমি সখ্যতায়
দুঃখ করে ভাগাভাগি পরস্পর অস্থির।

নিস্তেজ নির্থর তার জীবন তবুও জীবন
প্রবাহে হাসি আনন্দের নেই কোন শেষ।
বাঁচার তাগিদে করছে সবই বহুপূর্বে
মনের হয়েছে মৃত্যু ভিতরে শুধু ক্লেশ।

কখনো না ভূলা স্মৃতি বিজড়িত দিনগুলো
হাত ছানি দিয়ে ডাকতে পারে মালির পিছু।
অতীত দিয়ে যাবে শুধু কষ্ট জ্বালা, ডাকিবে
কখনো পিছু, লাভ হবেনা কখনো কিছু।

নভেম্বর ০১, ২০২১