দেশের মানুষ সবাই এখন বুদ্ধিজীবি,
বুদ্ধি নেওয়ার মানুষ নাই।
সবাই শুধু বিলাচ্ছে বুদ্ধি, জ্ঞান-গরিমা
প্রকাশ করতে মহাপণ্ডিত-গুরুমশাই।

সবাই লেখক, পাঠক শুধু চৈত্রের
রৌদ্র খাঁ খাঁ খরা, খুব অভাব।
অক্ষরবিদ্যা থাকলেই চলে, পাণ্ডিত্য
জাহেরী দুর্দম্য প্রতিযোগিতা মরিয়াভাব।

ধর্মীয় জ্ঞান অনুশীলনের নেই প্রয়োজন,
ছিঁটেফোঁটা হলেইতো চলে!
মিটিংফিটিং সমাবেশে বিলাচ্ছে মাসআলা,
মুফতি উলামায়ের নামে দুর্নাম শুধু বলে!

সূর্য এখন পূর্ব নয়,
পশ্চিম দিকে উঠে।
পূর্বের কথা বললে এখন,
সমাজচ্যুত বুদ্ধি ভ্রংশ দুর্নাম রটে।

বিত্তশালী ক্ষমতাধর জ্ঞান-গরিমা কম
হলেও গুণীজন তারে মানে।
তোষামোদকারী চাটুকারের দল যে-
কোন পরামর্শ নিতে তার পানে চাহে।

মরছে শুধু ভালো মানুষ, নিপীড়ন-
উৎপীড়নের সীমারেখা নাই।
নিপীড়িত-উৎপীড়িতদের রটাচ্ছে দুর্নাম,
এ লজ্জা কিভাবে স্বাধীন দেশে মুখ লুকাই।

ভূমিকম্প করচ্ছে উলট পালট, বিলীন
করচ্ছে অজয় পর্বতচূড়াঁ।
অক্ষীয়শক্তিও হয় একদিন চুরমার,
দুর্জয় সমুদ্র বক্ষে যেনো তার সমাধিখুরা।

ডিসেম্বর২৪, ২০২৪