শেষ চিঠিটি লিখে ছিলাম
আমি, বহু আবেগ ভরে।
দু`জনে হবো দু`জনার
অন্তর বিমোহিত করে।
এটিই ছিলো শেষ চিঠি কভূ
আর হলোনা দেখা তার সাথে।
অন্তর শুধু পুড়ে, দু'চোখে
জল গড়ায় নিশিত-প্রভাতে।
তবুও স্বপ্ন আবার আসবে
ফিরে নতুন করে।
মন রাঙাবে রঙ-তুলিতে,
বাসবে ভালো অন্তর ভরে।
স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেলো,
মরীচিকা হয়ে করল খেলা।
হঠাৎ করে অন্যের বঁধু সেজে
ভাঙাল ঘুম সাঁঝের বেলা।
এখন শুধু ভাবি আমি কেন
এমনটি হলো!
এতো ভালবাসা কিভাবে কাল-
বৈশাখীর ঝড় কেঁড়ে নিয়ে গেলো!
হৃদয়ের "মধ্যমণি" আমার, সে
আজ কতো অপরিচিতা হলো।
লক্ষ কোটি বছরের অজানা-
অচেনা সেজে দূরে চলে গেলো।
কভূ আর হলো না একটি চিঠি
লেখা, ভালোবেসে একটু দেখা।
রঙধনু রঙ ছড়ায়ে নিমিষেই
গেলো মিশে অলক্ষ্য হলো রেখা।
নভেম্বর ১৯, ২০২১