অমিত আকাঙ্ক্ষার স্বপ্ননীড়, বাঁধিলো
হায়! মম অন্তর সমগ্র ভরে।
কত যে স্বপ্ন দেখিলো মম, অরি দর্প
কৈলাস জয়োস্তু, মম তুঙ্গ শিরে।
তব অমিত স্বপ্ন অর্ণব তটে, ভাসিলো
বেদনার বিরান ভূমি নীলাচড়ে।
প্রকৃতি করিলো মম পরিহাস, মম নিনাদ-
আকাশ কম্পে, পাষাণচাপা হৃদয় জুড়ে।
তপ্ত স্মৃতিপটে ক্ষনেক্ষনে বিজলী চমকে,
কষ্ট-নীল গুপ্তযন্ত্রণা ক্ষুধিত ললাট তটে।
শোধিব হায়! সমগ্র শক্তি-ক্ষিপ্রতা
লভিলো শূণ্যতা, নির্মল হাসি মহাসংকটে।
ভাংগিলো বিভোরতা, কাটিলো তন্দ্রা,
অপূর্ণ আশার তরী, প্রমত্তে হামাগুড়ি।
প্রয়াত কাল কষিলো শুধু প্রহার, আশার
আধিক্য ভাংগিলো স্বপ্ন, ডুবিলো মম তরী।
কভু না করিনু কেহ, হেলায়-খেলায়
মরীচিকার সাথে দোসর।
মারবে ছোবল তুলে ফণা, বিষ
দাঁত ফোটাবে, ভাঙবে বুকের পাঁজর।
নির্মল স্বচ্ছ নির্ভীক জীবন, জিগীষা
মম, সর্বগ লভিতে স্মীত দ্রুতি।
বৃথাই মরীচিকার দোসর, হেয় প্রতিপন্ন,
লভিতে তব আশার যতি।
জুন১৫, ২০২২