স্বাধীনতা আমার, তুমি অমর গৌরবময় জীবন,
স্বাধীনতা আমার, তুমি একরাশ নিবেদিত প্রাণ।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ের আত্মঅহংকার,
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ে জাগ্রত অম্লান।
স্বাধীনতা আমার, তুমি প্রাণবন্ত বাঁচার অধিকার,
স্বাধীনতা আমার, তুমি গৌরব গাঁথা ইতিহাস।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ের অবিরাম স্পন্দন,
স্বাধীনতা আমার, তুমি বেঁচে থাকার নিঃশ্বাস।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ের সঞ্চিত আত্মবিশ্বাস,
স্বাধীনতা আমার, তুমি পুঞ্জীভূত রূপকথার গল্প।
স্বাধীনতা আমার, তুমি দূরীভূত কর দাসত্বের অভিশাপ,
স্বাধীনতা আমার, তুমি অধিকার সংরক্ষণের মূলমন্ত্র।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ের পুঞ্জীভূত ভালবাসা,
স্বাধীনতা আমার, তুমি নিখুঁত সৌখিন সংস্কৃতি।
স্বাধীনতা আমার, তুমি জীবন কাঠামোর ইতিকথা,
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ে সঞ্চিত একরাশ স্মৃতি।
স্বাধীনতা আমার, তুমি সোনালী আভায় প্রজ্জ্বলিত সূর্য,
স্বাধীনতা আমার, তুমি দূরীভূত কর ঘনঘটা অন্ধকার।
স্বাধীনতা আমার, তুমি অস্পৃশ্যতা কর অপসারণ,
স্বাধীনতা আমার, তুমি অন্যায় দূরীভূত করার হাতিয়ার।
স্বাধীনতা আমার, তুমি অপসারণ কর পরাধীনতা,
স্বাধীনতা আমার, তুমি মুক্ত কর পরাধীনতার শৃঙ্খল।
স্বাধীনতা আমার, তুমি মানসিক বিকাশ ঘটাও সবার,
স্বাধীনতা আমার, তুমি বয়ে আন জীবনচক্রের সুফল।
স্বাধীনতা আমার, প্রত্যেকে করি তোমায় বন্দনাগীতি,
স্বাধীনতা আমার, তোমার মূল্য অপূর্ব অপরিসীম।
স্বাধীনতা আমার, তুমি জীবনের প্রয়োজনে অবিচল,
স্বাধীনতা আমার, তোমার গুরুত্ব অনন্ত সশস্ত্র রক্তিম।
স্বাধীনতা আমার, তুমি মনের আপেক্ষিক ব্যাপার,
স্বাধীনতা আমার, তুমি সকলের সাধনার ধন।
স্বাধীনতা আমার, তুমি হৃদয় নিঃসরিত ভালবাসা,
স্বাধীনতা আমার, তুমি সংরক্ষিত অমূল্য গুপ্তধন।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ে স্বাধীন চেতনার সূচনা,
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ের স্পর্শকাতর অনুভূতি।
স্বাধীনতা আমার, তুমি সমগ্র জাতির মার্জিত বিবেক,
স্বাধীনতা আমার, তুমি নির্ভেজাল সভ্যতার স্থপতি।
স্বাধীনতা আমার, তুমি মাতৃক্রোড়ে অবুঝ শিশুর দুগ্ধপান,
স্বাধীনতা আমার, তুমি শিশুর নিরাপদ আশ্রয় স্থল।
স্বাধীনতা আমার, তুমি রক্ষা কর সতীসাধ্বীর সম্ভ্রম,
স্বাধীনতা আমার, তুমি দুঃস্থের আশ্রায়নে অবিচল।
স্বাধীনতা আমার, তুমি অনেক উঁচু মহিমান্বিত,
স্বাধীনতা আমার, তুমি মাথা উঁচু করে দাঁড়ানোর প্লাটফর্ম।
স্বাধীনতা আমার, তুমি বিঘলের সতর্কবাণী করুণ সুর,
স্বাধীনতা আমার, তুমি অপশক্তি ধ্বংসে বীরবিক্রম।
স্বাধীনতা আমার, তুমি রাক্ষসপতিদের বিভীষিকা,
স্বাধীনতা আমার, তুমি দুষ্টের ভয়ঙ্কর আর্তনাদ।
স্বাধীনতা আমার, তুমি অত্যাচারীর ভীতিপ্রদ হুঙ্কার,
স্বাধীনতা আমার, তুমি রুক্ষের বিভীষিকা তূর্য নিনাদ।
স্বাধীনতা আমার, তুমি হৃদয়ে অমরত্ব ধ্রুব অবিনশ্বর,
স্বাধীনতা আমার, তুমি যোগ সঞ্চিত আমার ভালবাসা।
স্বাধীনতা আমার, তুমি তৈরী কর নির্ভীক দেশপ্রেমিক,
স্বাধীনতা আমার, তুমি দেশ প্রেমের সঞ্চিত আশা।
স্বাধীনতা আমার, তুমি নারীর অফুরন্ত ভালবাসা,
স্বাধীনতা আমার, তুমি হৃদয় নিঃসরিত অভিব্যক্তি।
স্বাধীনতা আমার, তুমি সর্বশান্ত নিঃস্বের সম্বল,
স্বাধীনতা আমার, তুমি নিঃস্বের আত্মার পরিতৃপ্তি।
স্বাধীনতা আমার, তুমি এক বুক কাঙ্ক্ষিত স্বপ্ন,
স্বাধীনতা আমার, তুমি অগ্নিঝরা আশীর্বাদ।
স্বাধীনতা আমার, তুমি সকলের হৃদয়ে আছো গাঁথা,
স্বাধীনতা আমার, তুমি অপরিসীম সুপ্রভাত।
ডিসেম্বর ২২, ২০২০ খ্রিঃ