রূপসী বাংলা আমার, তুমিতো অপরূপ সৌন্দর্য্যে
জ্বলে উঠা একরাশ সূর্য রশ্মি।
রাখাল কৃষাণ লক্ষ কোটি জনতার হৃদয় সমুদ্রে
আছো তুমি জাগ্রত পূর্ণিমার শশী।

হাওড় বাওড় বিল নদী নালা স্নিগ্ধ সবুজে ভরা দিচ্ছো
মেলে উজার করে শান্তির পরশ শীতল ছায়া সবি!
ফসলের মাঠে কৃষকের চোখে জেগে উঠা অপরূপ
সৌন্দর্যে রঙিন স্বপ্ন আঁকা প্রতিছবি।

তুমিতো দুঃখীনী মায়ের বুকে শুয়ে শুয়ে রূপকথার
গল্প শুনা, আমার প্রাণের অধিকার।
তুমিতো আমার স্বাধীনতা, বাঁচার অনুপ্রেরণা,
হৃদয়ের স্পন্দন মুক্তবীর সেনানীর অর্জিত উপহার।

হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান মিলেমিশে আছি মোরা
শ্যামলী ছায়া, নব প্রকৃতির মায়াবী পরশ।
তুমিতো আমার সুখের অনাবিল স্বপ্ন,
আশার প্রদীপ মুক্ত দিগন্ত স্বাধীন বাংলাদেশ।

কবি সুফী সাধক বুদ্ধিজীবি আরো কতো
জ্ঞানীগুণী অনন্য খ্যাতিমাণ।
বিজয় পতাকা রাষ্ট্রীয় অবিস্মরণীয় প্রতীক,
আমার গর্ব আমার শক্তি স্বাধীনতার মান।

হৃদয়ে অমর গাঁথা স্বাধীন বাংলাদেশ, অপরূপ
স্বাধীন মানচিত্র সে তো আমার অহংকার।
মাঠির কণায় কণায় জড়িয়ে আছে হৃদয়ের স্পন্দন,
এতো রক্ষায় আমার চির অঙ্গিকার।

এই মাটি, এই দেশ, এই আমার যুগ সঞ্চিত
স্বাধীনতার অমর চেতনা।
যুগেযুগে বয়ে চলুক বাংলার দামাল রণবীর
জনতার হৃদয়ে সংগ্রামের অনুপ্রেরণা।

সেপ্টেম্বর১৬, ২০২৪