হৃদয়ো গগণে ঝিরিঝিরি বেদনার ঘনকালো
মেঘ "তুমি" শুধুই নিথর শূন্য স্তব্ধতায়।
নিশিত প্রভাতে কি যাতনা! কেন সমর্পণ? তব
লভিতে নব পুষ্প প্রকৃতি বিমোহিত স্নিগ্ধতায়।

অপার রূপের তব মায়াবী পরশ, দুর্ভেদ্য
কৈলাস তলে অমিত জয় শিহরণ।
চকিত হৃদয় বিজলী বর্ষণ, তব প্রফুল্লিত
অভিতপ্ত হৃদয়ো গগণ, রাঙাবো চিত্তরঙে পুষ্প চরণ।

অবারিত হৃদয়ো গগণ রাশিরাশি ভালবাসা,
চৈত্রে চৌচির শুধুই অতীত জরা।
মলিন মুখখানি বিবর্ণ বর্ষণ অন্তর পুড়া, লভিতে
জিগীষা রণ শিহরণ, মম অরি পাষণ্ড হৃদয় বাঁধনহারা।

পুরানো স্মৃতি অর্ণব তটে, তব বিবর্ণ হৃদয়ো
আঁখিতে আঁখিতে, না হয় যে অচেনা ধূসর ।
শোধিব তব কিভাবে? তুষার ভূবন সূর্য তেজ
যে শুধুই নিথর!

তব দেখি আকাশ পানে, মম হৃদয়ো কাননে
আঁখিতে আঁখিতে আনন্দ দ্রুতি।
কেন জানি শুধুই যে স্মৃতির তপ্তপটে লভিতে
মম নিদারুণ প্রেম তপস্যা অভীত যতি?

হৃদয়ো গগণে প্রবাল হাওয়া না করিলো-রে
মম স্নিগ্ধ হৃদয়, দগ্ধ ছাড়া।
অবিরাম রক্ত তুষার জমাট হৃদয়ো কোণে,
বাজিতেছে কষ্ট লহরী করুণ বীণে বাঁধন হারা।

অক্টোবর১০, ২০২৩ খ্রীঃ