প্রণয়ের মহাপ্লাবন, টালমাটাল তপ্ত হৃদয়ো গগণ,
উত্তাল সমুদ্র সুনির্দিষ্ট লক্ষ্যে অবিচল।
বে-সামাল উতলা মন, চোখ দুটো যেন
ডাগর ডাগর কৃষ্ণবরণ, চাহনি নীলাভ-উৎপল।
প্রফুল্লতায় বিমোহিত মন উদ্ভাসিত, মুখাবয়ব
নব্য প্রস্ফুটিত রক্তগোলাপ, সমগ্র দেহ-মন আনন্দ রণশিহরণ।
রোমাঞ্চিত রক্ত বন্যায় ঘনীভূত আবেগ, স্নিগ্ধ
প্রশান্তি, রক্ত কণায় বিমোহিত নাচন।
চোখের ভাষায় হতো অগণিত হৃদয়ো ভাব
বিনিময় যেন নীল দিগন্ত নীলিমাহীন।
জীবন গল্পের ঝুড়ি কখনোই না হতো নিঃশেষ,
কাছে পাওয়ার প্রবণতা ছিল অতৃপ্ত দিগন্তহীন।
ভালোবাসার অপরিসীম চাওয়া, সমদ্রুতিতে
মন ভরে পাওয়া, হাসিতে নিমজ্জিত ছিল ধরা।
হৃদয়োগগণে মিষ্টি আলোকছটা বর্ণালীতে
ছিল হৃদয়োগগণ পরিপূর্ণভরা।
সীমাহীন দুরন্ত ভালোবাসায় হৃদয়োগগণ ছিল
মোহিত, তবুও অতৃপ্ত হৃদয় ব্যাকুল প্রভাবিত।
অশান্ত অপরিসীম দুর্দান্ত ভালোবাসার ঝাণ্ডা অর্পণ, হৃদয়োগগণ যেন পরিতৃপ্ত বিমোহিত।
এতো ভালোবাসা, এতো প্রেম প্রকৃতি কষিলো নির্মম কড়ালগ্রাস! শূণ্য গেলো মিলিয়ে শতদল।
ভাবনার রিক্ত মরুভূমি, বেদনার নীলাভ গুপ্ত যন্ত্রণা চোরাবালিতে স্মৃতিগুলো ব্যাথার নীলোৎপল।
জ্বল জলন্ত স্মৃতিগুলো ঢেউ-দোলানী কুঁড়ে কুঁড়ে
করছে স্তব্ধ হৃদয়ো গ্রাস।
শূণ্যতার নীলাভ গুপ্ত যন্ত্রণা মহাপ্রলয়, অন্তর তুলে
কাঁপিয়ে, মহোৎসবে ব্যাথার প্রলয়োল্লাস।
জানুয়ারী ১৭, ২০২৪