সমাজ তথা রাষ্ট্রের নৈরাজ্য সৃষ্টিকারী নরপশুগুলোর
চেয়েও বেশি ক্ষতিশীল সুশীল সমাজের রহস্যজনক
নীরবতা।
বিন্দুবিন্দু করে অপরাধ প্রবণতা প্রজন্মের এ
উর্বর ভূমি মহিরুহে পরিণত, পরিপক্বতার সক্ষমতা।

কাঁচা সাঁচে অংকুরিত কুপ্রবৃত্তি জমাট বাঁধা
সূচনালগ্নেই মূলোৎপাটিত নির্মল পরিবেশ।
সম্বলিত দ্বায়িত্বশীল মহাত্মার জনহৈতুষী আপোষহীন
শ্রম ও চেষ্টা ভীত-সন্ত্রস্ত কালো আত্মার অভিনিবেশ।

উৎকর্ষ কভূ হয়না অর্জিত বিনা
শ্রম ও সততাব্যাষ্টিত আন্তরিক প্রচেষ্টা।
সদিচ্ছাই কেবল আলোকিত
অন্ধকারাচ্ছন্ন অস্বচ্ছ কণ্টকাকীর্ণ পরিবেশটা।

সত্যোর মহাপ্রলয় হুঙ্কার প্রকম্পিত অস্বচ্ছ
প্রেতাত্মা লেজ গুটিয়ে অভিমুখ দ্রুতি জীবন্ত শ্মশান।
সত্যোর ঝাণ্ডা আলোক ঝলকানি বিজলী চমকে
অসত্য পুড়ে করে ছারখার মহাপ্রয়াণ ।

উদিত হবে বিজয় সূর্য আলোকিত করবে চারিপাশ,
বিদূরিত হবে প্রেতাত্মা অশুভ অন্ধকার।
শান্তির নিবাস এ পৃথিবী রাঙিবে নতুন
রঙতুলির স্নিগ্ধ রঙে স্বস্তির সম্ভার।

সুশীল সমাজের আর্দশ্য রূপরেখা আর তরুণ
সমাজের অধম্য দুর্বার সোচ্চার শ্রম।
টল ট্রয়ের মূর্তির মতো ভাসিবে ফেণারাশি
অন্ধকার জগতের বৈচিত্র্যতম আতুরাশ্রম।

অক্টোবর ২৭, ২০২৪