রাজনীতি "রাজার নীতি" যোগ্য নেতৃত্ব,
আত্মত্যাগে আত্মতুষ্টি অন্তরাত্মা উচ্ছ্বসিত।
লম্পট, আদর্শ বিবর্জিত প্রেতাত্মা রাষ্ট্রনীতি
অনুপ্রবেশ ন্যায়-নিষ্ঠ গঠনতন্ত্র কলুষিত।
"রাজনৈতিক অধিকার" জন্মসূত্রে গাঁথা
পুরোপুরি অনাকাঙ্ক্ষিত, স্বচ্ছ রাষ্টীয় আইন-
রাষ্ট্র দর্শণতন্ত্রের সমীক্ষণ।
দেশপ্রেম প্রলুব্ধ বিচক্ষণ সুনাগরিক রাজনৈতিক
অধিকার সমুন্নত, রাষ্ট্র দর্শণ সর্বক্ষণ।
দুরভিসন্ধি লোভ-লিপ্সায় মনোনীত দলীয় প্রার্থী-সদস্য অনুপযুক্ত-অকার্যকর রাষ্ট্র গঠণতন্ত্রে "বলিষ্ঠ হাত।"
চুরি-চামারি অর্থ লিপ্সা আর ক্ষমতা লোভ,
বাদ যায়নি নারী কেলেঙ্কারী ও সার্বভৌমত্ব আত্মসাৎ।
কলিযুগ! শিক্ষা প্রতিষ্ঠাণ, কর্মসংস্থান তরুণদের
অনীহা, পার্টি অফিস স্বপ্ন পূরণে মধুর অমৃতলোক।
অপকর্ম পটীয়সী, হত্যাযজ্ঞও তুচ্ছ-মামুলি, চালায়
দমন-পীড়ন নির্মমতা শুধু প্রকৃতি কষে বিদ্রুপ।
রাষ্ট্রনীতির গঠনতন্ত্র খুবই স্বচ্ছ মহৎ পবিত্র,
অস্বচ্ছতার না আছে বিন্দুবৃত্ত প্রয়াস।
রাষ্ট্রনীতির আদর্শ মানদণ্ডে নিরীক্ষিত ব্যাক্তি বর্গই রাজনৈতিক সদস্য, যোগ্য উত্তরসূরী পুষ্প বিলাস।
রাজনীতি কভু পরিণত হবে না অর্থ উপার্জন
মোক্ষম হাতিয়ার।
কষ্টিপাথরে যাচাই-বাছাই শেষে দলীয়করণ,
আনবে রাষ্ট্রীয় সমৃদ্ধি, সত্যের রণ হুঙ্কার।
পরিশোধিত করো হে বীর কলুষিত নীলরক্ত,
অপসারণ করো দেহের অবিচ্ছেদ্য সংক্রমিত অংশ।
তরবারি মতো ন্যায়নীতি করো ক্ষুরধার,
নিরপেক্ষতাই আদর্শ, দূর করো হে সংশয়।
১৩মার্চ, ২০২৫