সর্বনাসী হৃদয়গ্রাসী অন্তর করে চুরি,
আজ দূরে আছো বসি।
জঘন্য অন্তর নোংড়া হৃদয়,
মুখে তোমার পারিজাতের হাসি।
ভৎসনা করি থুথু ছিটাই মুখে,
জানি বিদীর্ণ হবে না তোমার অন্তর।
নেংটা বিশ্রী উলঙ্গ তোমার চরিত্র,
লজ্জা মরি ঘৃণার নামে ঢল।
ছিঃ ভালোবেসে ভালোবাসার ছলছাতুরি,
কতো হীন্য তোমার মন।
অশ্রুর সাগরকে স্মৃতির পাহাড়ে বাঁধ
তৈরী করে পাহাড়ায় রেখেছো সর্বক্ষণ।
মিষ্টি কথায় কারসাজিতে ছিলে সর্বক্ষণ,
আমায় বিহনে আধারে কাটিবে জীবন!
উপলব্ধি করিতে তুমি জীবন, প্রতিটি
নিঃশ্বাসে আশ্বাসে মোর সন্ধিক্ষণ!
প্রেম পিয়াসী মনকারিনী ওগো হৃদয়হারিণী
প্রিয়া আমার অন্তরে ছিলো প্রেমের জোয়ার ।
রূপের জৌলুসে ভাসিয়ে
দিতে রূপ পিয়াসী পাগলমনা সবার।
চোখখানি ছিলো টলমলে প্রেমের তপ্ত সমুদ্র,
আড়ালে ছিলো ছলছাতুরি অভিনয়ে ভরা।
হৃদয় নিঃসরিত আবেগ
মাখা কথাবার্তা হৃদয় হরণ করা।
কাল নাগিনী কাল সাপিনী
মেনেছে তোমায় হার।
তোমার ভালোবাসার নিশ্বাসে বিষ
রয়েছে নিলাভ পদ্ম গোখরার।
জীবন দংশিনী, অন্তর পোড়ানি
কতো নিঃকৃষ্ট তোমার রূপ।
সুযোগ পেলেই ছোবল মার তুলে ফণা,
কাল সাপিনী বিষাক্ত তোমার মুখ।