মুক্তপাখি স্বাধীনভাবে ডানা মেলিয়া
উড়িয়া বেড়ায়, নেই কোন সীমানা।
মুক্তবিহঙ্গ সে, যেখানে খুশি সেখানে
উড়িয়া বেড়ায়, নেই কোন ঠিকানা।

নিঃশর্ত বাঁধাহীন পাখি আপন মনে
উড়িয়া বেড়ায়, নেই কোন গুনঞ্জনা।
মনেতে তাহার অবিরাম আনন্দ, মুখে
গুনগুনাইয়া গান, নেই কোন বঞ্চনা।

শিকারীর ফাঁদে পড়িয়া একদিন স্বাধীন
চেতা মুক্ত পাখির পায়ে পড়িল শিকল।
বন্দী জীবনের অবর্ণনীয় কষ্ট-দুর্ভোগ,
জীবন হইল তাহার অন্ধকারে অতল।

মুক্তির আশায় প্রতিমুহূর্ত তাহার মুমূর্ষু
আত্মআহাজারি শুধু মুক্তিচাই মুক্তিচাই।
শিকারী তাহার মনের ভাষা না বুঝিয়া
কলতান শব্দ অন্তরে দিল আনন্দের ঠাঁই।

বন্দি খাঁচায় পাখি মৃত্যুযন্ত্রণায় ছটফট
করিতে থাকে কিন্তু উপায়ান্তর নাই।
প্রতিমুহূর্ত প্রাণপণ মুক্তির চেষ্টায় হৃদয়
বিদীর্ণ হয়,পালানোর সুযোগ না পাই।

বন্দী জীবনে অসহনীয় কষ্ট-যন্ত্রণা সহ্য
করিয়া একদিন পৃথিবী হইতে লইবে বিদায়।
বিদগ্ধ পাখির দুর্বিষহ কষ্টযন্ত্রণা কাহারো
বোধগম্য হয় নাই যেন এই ধরায়।

মৃত্যুযন্ত্রণা সহ্যকরিয়া পরিপূর্ণ করিয়া
গেলো, নির্দয় শিকারীর মনের বাসনা।
শিকারীর কভূ বোধগম্যতা হয় নাই, কি
নিদারুণ পাখিটির জীবনচক্রের লাঞ্ছনা।

পাখিটি নিঃস্বার্থ ভাবে জীবন বিলাইয়া
দিয়া অন্যের উপকারে রহিল মত্ত।
জীবন তাহার বুভুক্ষুশূণ্য তবুও অন্তর
হইল আশীর্বাদপুষ্ট স্নিগ্ধ পরিতৃপ্ত।

স্বাধীনতা হইল আত্মতৃপ্তি, স্বাধীনতা
হইল মনের বাসনা আত্ম অহংকার।
স্বাধীনতা হইল পরিতৃপ্ত জীবন,
স্বাধীনতাই মনের বিকাশ ঘটায় দুর্বার।

পরাধীনতা হইল খুবই দুর্বিষহ কষ্টলাঞ্ছনা,
ভবিষ্যৎ অন্ধকারের ঘনঘটা আবরণ।
স্বাধীনতাই মৌলিক অধিকার করিবে
সংরক্ষণ যেন অপরূপে বর্ণচ্ছটা মন।                  

ডিসেম্বর ২১, ২০২০ খ্রিঃ