অভিমানে গাল ফুলাইয়া বসিয়া
রহিয়াছে নীল শূণ্য আসমান।
কখন শুরু করিবে অঝোরে কান্না
বারিপাতে ভাঙ্গিবে অভিমান।
অভিমান তোমার নির্বাক পৃথিবীর
স্তব্ধতায় ঘেরা পাষাণ চাপা নির্জন।
চুপ্তি মারিয়া আছো বসিয়া তুমি আপন
ভূবনে শূণ্য অন্তর মোর বুভুক্ষু মন।
কখন ভাঙ্গিবে মান সূর্য হাসি করিবে
স্নাত হইবে সোনালী প্রভাত।
মন হইবে পুলকিত রক্তে আসিবে
শিহরণ আনন্দ কবিরে রেখাপাত।
তোমারি মনের গগণে যখনি থোকায়
থোকায় অমোঘ মেঘ ভাসিয়া বেড়ায়।
নির্থর পৃথিবী পাষাণ হৃদয় বিদ্রূপের
অট্ট হাসি পিষিবে মোরে আকাশ ছোঁয়া।
অন্তর চাপা স্বভাব তোমার কোন কিছুই
বুঝা যায়না আকাশ দেখিয়া পরিষ্কার।
মনের গগণে না ভাসাইও উড়ন্ত মেঘ
করিও তুমি অভিনব নতুুন আবিষ্কার।
মরিবে কেন তুমি নিষ্ফল অগ্নিদহনে মনের
অহেতুক নিছক অভিব্যক্তি করিও প্রকাশ।
অবশ্যই কল্যাণকর যাহা দানিবে মনের
প্রশান্তি শান্তির স্বৈর্গীয় কল্যাণকর নির্যাস।
মানুষ স্বভাবত সন্দেহ প্রবণ তবুও করিতে
হইবে মনের জোড়ে সুকৌশলে রপ্ত।
অচিরেই দেখিবে তুমি আকাশের বিদঘুটে
অন্ধকার হইবে অপসারন অন্তর হইবে তৃপ্ত।
জুন১৫, ২০২১