এক বিপর্যয়কর পরিবেশে
আমি ছিলাম টালমাটাল।
তুমি পার্শ্বে থেকে শুনায়েছ
শান্তির বাণী যোগায়েছ সাহস ধরে ছিলে হাল।
বহু ত্যাগ-তিথিক্ষা অত্যচার
সহ্যকরে থাকতে অপেক্ষায়।
কোন লোভ লালসা কিম্বা মৃদু
ভৎসনা বিন্দু পরিমান নড়াতে পারতনা তোমার প্রতিক্ষা।
কন্ঠকাকীর্ন দীর্ঘ পথ দিয়েছ
পাড়ি তবুও সিদ্ধান্তে ছিলে অনড়।
বাহুবন্ধনে তোমার অনিন্দ্য
ভালবাসা হবে নন্দিত বিমোহিত করবে অন্তর।
নিঃস্বার্থভাবে শুধু অন্তর উজাড়
করে দিয়ে গেলে নিলে না কিছু।
স্বার্থপর লোভী আমি ঠকিয়েছি
শুধু তোমায়, তবুও করনি প্রশ্নবিদ্ধ ছাড়োনি পিছু।
তোমার অন্তরে রেখেছি আমি
শুধু দীর্ঘশ্বাস এক বুক জ্বালা।
জানি না আমি তোমার বঞ্চিত
দগ্ধ পাষাণ হৃদয় কিভাবে করবে ক্ষমা মোর অবহেলা।
এখন শুধু পুড়ছি আমি অগ্নি
দহণে আত্ম-অনুসূচণায় বারবার।
দগ্ধ কংকাল মুমূর্ষু অন্তর
করছি বহন, নিষ্প্রভ নিষ্প্রাণ জীবন যেন আমার।
বিরহ ব্যাথা শুধু দিয়েছি উপহার,
অন্তর ভারাক্রান্ত করছ ছটফট।
কিভাবে বুঝবে আমার কষ্ট
জ্বালা অগণিত পথ পাড়ি দেওয়া যে মহাসংকট।
এপ্রিল ২৬, ২০২১