মানুষের জ্ঞান ও জানার
পরিধি সীমাহীন।
সময়ের প্রয়োজনে হচ্ছে উৎকর্ষতা
নিয়ন্ত্রণে আসছে প্রতিদিন।

চলবে জানার অন্বেষণ,
বাড়বে জ্ঞানের পরিধি।
নতুন নতুন চোখ ধাঁধানো আবিষ্কারে
বিস্মিত করবে পৃথিবী।

সবকিছুই মানুষের
সম্ভাবনাময় জীবনের অভিব্যক্তি।
অলীক কিম্বা নিজের
উপর নিজে সর্বেসর্বা সম্পূর্ণরূপে অযুক্তি।

প্রকৃতির স্বাধীন অবকাঠামো  
সর্বদাই অনিয়ন্ত্রিত।
শুধু তার রূপ দৃষ্টিভঙ্গির
স্বাভাবিক পরিবর্তন থাকবে প্রবাহিত।

জগৎবিখ্যাত বক্ষব্যাধি
ডাক্তার, নিজে মরে লিভার সিরোসিসে।
গণিতজ্ঞ নিউটন গণিতে পাশ
জুটেনি কোনদিন তার ইতিহাসে।

সবকিছুর কেন্দ্র বিন্দুতে
অদৃশ্য শক্তি করছে অবস্থান।
প্রয়োজনে ছাড়ে সূতা
আবার নাটাই হাতে সূতায় মারে টান।

প্রকৃতিকে বশীভূত করার
সকল প্রচেষ্টা নিছক বোকামি।
প্রকৃতি করছে তোমায় নিয়ে বড্ড খেলা,
তুমি করছ তার গোলামী।

মার্চ ১৬, ২০২১