একটি গরু কিম্বা অন্য কোন পশুর
মৃত্যুতে কুকুরের মনে আসে বাহার।
একা একা খাবে সে অন্য কুকুরকে
ভাগ দিবেনা মনে কাঙ্ক্ষিত আশা তার।
প্রতিবেশী অনাহারী ক্ষুধার্ত কুকুর,
একটু ভাগ বসালে উপায় যেন নেই আর।
আহার বিহার তুঙ্গে তোলে হিংসার
অনলে পুড়ে ঝগড়ায় সময় করে পার।
সকল কুকুর মিলে পরিতৃপ্তিতে ভূরি
ভোজ করলেও পশুটি হবেনা নিঃশেষ।
তবুও কুকুর আহার ছেড়ে করে ঝগড়া
বিবাদ, অন্তরে বেশী হিংসা বিদ্বেষ।
জনসম্মুখে নোংরা কৃতকর্ম তার বড়ই
নির্লজ্জস্কর-ন্যাক্কার জনক ব্যাপার।
হিংসা, পরশ্রীকাতরতা ও নির্লজ্জতা,
সর্বনিকৃষ্ট প্রাণীতে করেছে তাকে রূপান্তর।
কুকুরের রয়েছে তিনটি অবাঞ্ছিত নোংরা
বদগুণ, একচল্লিশটি তার সৎগুণ।
তবুও তিনটি অবাঞ্ছিত বদগুণের জন্য
কুকুর সর্বনিকৃষ্ট প্রানী তার অবমূল্যায়ন।
সৃষ্টির শ্রেষ্ঠজাতি মানুষ যদি হয় আসক্ত
হিংসা, নির্লজ্জতা ও পরশ্রীকাতর।
কৃতকর্মের জন্য নিরূপিত অবস্থান তার,
সর্বনিকৃষ্ট প্রাণীটির চেয়েও বেশী নিম্নস্তর।
অবাঞ্ছিত নিকৃষ্ট বদগুণ গুলো যে মানব
আত্মা করতে পারবে জয়।
সেই হবে সফলকামী সৃষ্টির শ্রেষ্ঠজাতি
উন্নত শির, নেই কোন যেন তার সংশয়।
হেয়ালীপনায় নোংরা অপকর্মে কভূ যেন
অবাঞ্ছিত বদগুণগুলো কখনো না করি রপ্ত।
জীবন হবে সুন্দর, মন হবে পরিপাটি, জীবন
দশায় আসবে প্রশান্তি অন্তর হবে পরিতৃপ্ত।
জুলাই ১৯, ২০২১ খ্রিঃ