মানুষের মন করেছে যেন
আকাশের রঙের সাথে সন্ধি।
ক্ষনে ক্ষনে বদলায় রঙ মনে
আসে রঙ্গিলা ঢঙ কতো ফন্দি।
কভু জানে সে পরক্ষণে মনের
নতুনত্ব বিচরণ, অস্থির স্বভাব।
মনের ঘাতশক্তির স্বল্পতায়
নিয়ন্ত্রণ রেখার তীব্র প্রভাব।
বাধঁনহীন মৌন ভুবনে বিরাজ
করে মোহ-মায়ার নষ্টা পরী।
সুপ্ত মনে বিচরণ নেতি বাচক
প্রভাব সর্বনাশী কালো যাদুকরি।
সবকিছুতেই আবেগ প্রবণ, লঘু
চিন্তায় গুরু অঘটন পটীয়সী।
নিযন্ত্রণহীন চলা অবিরাম, দেহ
তার পিছুপিছু অপকর্মে দূরদর্শী।
বাধঁনহীন মনের প্রভাবিত-
তেজস্ক্রিয় ঝংকার অপ্রতিরোধ্য।
কলঙ্কিত চিত্ত বাজাবে প্রলয় বেণু
অমার্জিত মন মুক্তির পথ দুর্ভেদ্য।
অনিয়ন্ত্রিত মনের যদি হয়
কারাবাস, গলায় ঝুলে ডান্ডাবেড়ি।
পরিশোধিতার হবে নবজাগরণ,
সাবলিলতায় পরিপূর্ণ আশার তরী।
নিখুঁত প্রাপ্তির স্বাদের আচ্ছাদন
মনের উৎকর্ষতায় হবে পরিতৃপ্ত।
কতটুকু নিজকে করেছে বঞ্চিত
অনুধাবন শক্তিতে অন্তর অনুতপ্ত।
মে১৬, ২০২২