বিশ্ব আজ খুবই অসহায় বিশ্বনেতাদের
মধ্যে চলছে দরকষাকষি আর ক্ষমতার দম্ভ।
পরস্পরের উপর আধিপত্য বিস্তার নিয়ে ব্যাস্ত
সবাই, বিশ্ব হতবাগ! বিশ্বকে করেছে হতভম্ভ।
ন্যায় অন্যায়ের নেই কোন পরোয়া শুধু স্বার্থ
উদ্ধার প্রচেষ্টায় কুটকৌশল চালায়।
অসহায় নিরহ বিশ্ববাসী বর্বরোচিত যাতাকলে
পদদলিত-পৃষ্ট আজ দুচোখে অশ্রুর স্রোত ঝড়ায়।
বিশ্বঅর্থনীতি দখলদারিত্ব নিয়ে কুটকৌশলে
করছে খবর দারিত্ব চালাচ্ছে হিংস্রতার বাণ।
সাধুতা উঠেছে তুঙ্গে অস্বচ্ছতা দখল করেছে
স্থান, নৈতিকতার নেই কোন বিন্দুমাত্র পরিত্রাণ।
কোথায় হালাকু কোথায় চেঙ্গিস তাদের চেয়েও
বেশী নিরব গুপ্তঘাতক হয়ে ঝড়াচ্ছে রক্ত।
বিশ্বমানবতাকে করছে পদদলিত, ভূয়া অজুহাতে
করছে লড়াই অর্থনীতি করছে পোক্ত।
স্বার্থপরতা আর রেষারেষিতে হচ্ছে সর্বনাস,
নিষ্পেষিত মানুষগুলো করছে যেন কারাবাস।
সত্যিকারের সভ্য মানুষগুলো হচ্ছে কোণঠাসা
পরিণত হচ্ছে অঘোষিত কৃতদাস।
বিশ্ববাসীর মনে চড়ম উৎকণ্ঠা বিলুপ্ত জমিদারি
সামরাজ্যবাদী প্রথা গোপনে চলছে যেন আবার।
উত্তরণের প্রচেষ্টা থাকুক অব্যাহত আর্বিভাব
ঘটুক মহান নেতার।
বিশ্ব মানবতার ঘটাইতে হবে উৎকর্ষতা,
মানবতা পায় যেন পরিত্রাণ।
বিশ্ববাসী পরস্পরের সহিত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
স্থাপনে বেড়ে উঠুক মানুষের কল্যাণ ও সম্মান।
নিজস্ব গোত্র ভিত্তিক স্বার্থ পরিহার করে সমগ্র
বিশ্বের যুক্তিপূর্ণ স্বার্থ করলে সুসংহত।
বিশ্ব হবে শান্তিপূর্ণ উন্নয়নে আসবে নতুন
জোয়ার বিশ্বনেতৃবৃন্দ হবে অবিসংবাদিত।
১৫ জানুয়ারি, ২০২১