একটি ফুল মানুষের হৃদয়কে
করে প্রফুল্লিত।
মুখের একটু স্নিগ্ধ হাসি মনের
সুষমাগুলো হয় যেন উদ্ভাসিত।  

নির্মল হাসি মনের ক্ষোভের
উপর মাখিয়ে দেয় প্রলেপ।
হিংসা বিদ্বেষ নিয়ন্ত্রণ-
রেখায় রাখতে করে হস্তক্ষেপ।

হাসিমাখা মুখখানি সবার
যেন অন্তর ভরে হৃদয় কাঁড়ে।
রাগ গোস্সা হিংসা বিদ্বেষ-
নিমিষেই হয় শেষ হৃদ্রতা বাড়ে।

পৃথিবীতে অতি দামী এক পশলা
উপহার সন্তানের মুখের হাসি।
একটু হাসিতেই যেন ঝরে মুক্তা
অন্তর প্রফুল্লিত তার পূর্ণিমার শশী।

কবি সাহিত্যিকগণ বহু উপাখ্যান
করেছে তৈয়ার সুন্দর হাসি "মোহনীয়"
অনিন্দ্য সুন্দর স্নিগ্ধ হাসির
ছিল পূজারী, কাল মুখে বড় ভয়।

দাম্পত্য জীবনের স্বামী-স্ত্রীর
মৌন বাসনায় একটু নির্মল হাসি।
অবসাদ গ্রস্ত ক্লান্ত মনে আশার
ঘটায় সঞ্চার মন করে উল্লাসী।

রাজপত্নী হেলেনের হাসি দেখতে
রাজা মেনেলাউস ছিলেন ব্যতিব্যস্ত।
বহুবিখ্যাত ব্যক্তির ঘটেছে আবির্ভাব,
করেছে নারীর উষ্ণ হাসির দাসত্ব।

মার্চ১৪, ২০২২