ভালো মন্দ সবাই বুঝি
অবুঝ কেহ নয়।
মন্দ করি জেনেশুনে
তবুও লুকোচুরি-তটস্থ।

ভালো মানুষ বলুক সবাই
এইতো আমি চাই।
মন্দটা থাকুক দামাচাপা, রঙ
মাখানো চাকচিক্য দেখুক সবাই।

সম্মানতো বেজায় মিষ্টি,
তিতে হলো অসম্মান।
মন্দ কাজটা প্রকাশ হলে
ভীষণ লাগে আত্মসম্মান।

লোভে পরে সবই করি,
নিয়ন্ত্রণ রেখা নাই।
অতিকষ্টে গোপন রাখি, মুখ
খুললে টুটি ছিঁড়ে রক্ততৃষ্ণা মিটাই।

রঙ তুলিতে ভালো মানুষ,
বাস্তব চিত্র ভিন্ন।
মন্দ বললে কষ্ট পাই,
ভালো কাজে নেই কোন পূণ্য।

নিজ আদালতে নিজ দোষী
তবুও মাথা রাখি উন্নত।
ভিতরে ভিতরে এতো নোংরা তবুও
লজ্জা শরম নেই আমার বিন্দুমাত্র।

অন্যের সম্পদ লুফে নিতে হাতখান
হলো অনেক লম্বা জানেনাতো কেউ।
ধরা খেয়ে আদালতের কাঠগড়ায়
কুকুরের মতো চিৎকার করে ঘেউঘেউ।

ডিসেম্বর২৩, ২০২৪