মরণব্যাধি নেশার বিষবাষ্প-আত্মঘাতী
দংশন, ধ্বংস করচ্ছে সভ্যজাতি তথা দেশ।
নিদারুণ অপমৃত্যুতে কবলিত,
রক্তের বন্ধন ভেঙে ছড়ায় অশান্তি-বিদ্বেষ।

মা-বাবা ভাই-বোন খুন করতেও কভু
একটুখানি কম্পিত হয় না পাষণ্ড অন্তর।
নেশারঝোঁক অনর্গল বকে অসংলগ্ন প্রলাপ,
সেই রাজা-মহারাজা অন্যসব যেন অবান্তর।

সহায়-সম্বলহীন নিঃস্ব হয়ে লোলুভ দৃষ্টি
ছুঁড়ে সমাজ তথা জাতির উপর।
অপরাধ প্রবণতা দিনদিন বেড়েই চলে
নিয়ন্ত্রণ হারিয়ে পরিণত নগ্নবর্বরতা নগ্ননির্ভর।

কালবাজারি-মাফিয়াচক্র মুনাফাখোর সৃষ্ট,
যন্ত্রকলে পরিণত তাজাতাজা লুব্ধক নিষ্পাপ প্রাণ।
মাফিয়াচক্র-নীলনকশা মূলোৎপাটিত না
হলে ঝরে যাবে পণ্যে পরিণত দামাল সন্তান।  

জাতির এ বির্পযয় ও ক্রান্তিলগ্নে রাষ্টীয়
সীমাহীন কার্যকরী হস্তক্ষেপ আশু প্রয়োজন।
একক উদ্যোগ সুফল পাওয়া দুরূহ
দৈব-দুর্বিপাক, প্রতিবন্ধকতা রন্ধ্রেরন্ধ্রে প্রহসন।

নেশাখোর একটি কুসন্তানই যথেষ্ট একটি
সুখসমৃদ্ধ সংসার ধ্বংসযজ্ঞ-চূর্ণবিচূর্ণ জন্য।
বিকারগ্রস্ত কুলাঙ্গার নির্গত নীলাভ যন্ত্রণা
দগ্ধকারী বুঝে কত নীলোৎপল কত বিষন্ন।

গোয়াল পুড়া গরু রৌদ্রস্নাত যেন ভীত-সন্ত্রস্ত,
অসহনীয় প্রকম্পিত প্রাণ নাশের ভয়।
পীড়ন-দগ্ধযন্ত্রণায় ভুক্তভোগীর জলাঞ্জলি
আত্মনিয়ন্ত্রণ, পতিত হতবিহ্বল শুধু আতঙ্ক।

ডিসেম্বর৩০, ২০২৪