নাটের গুরু খেলে খেলা, দুটি
দলে হত্যাযজ্ঞ চালায়।
কেউবা আবার ইন্ধন যোগায়,
রক্ত দেখে তৃষ্ণা মিটায়।

যার ক্ষতি সে বুঝে, ঠাণ্ডা মাথায়
হিসেব কষে।
গুরু মশাই তিরস্কারের মুচকি
হাসে, ধরা ছোঁয়ার উধের্ব বসে।

অকাতরে নির্বিচারে চালাচ্ছে
নরহত্যা দস্যুভিত্তি বিশ্বজুড়ে।
পুরাতন প্রথা চলচ্ছে
শুধু ঘষামাজা সর্বব্যাপী সর্বস্তরে।

বিশ্ব হচ্ছে নরকপুরী, মনুষ্যত্বতা
নৈতিকতা শান্তির হচ্ছে নির্বাসন।
শেষ বিচারের কাঠগড়া দাদাগিরি
খাবে ধরা কঠিন ধোলাই আচ্ছাদন।

বেহুশ হয়ে রয়েছে জেগে, বিপদ
বার্তা করছে তার জয়গান।
স্বপ্নের মোহ হইলো বিভোর, শূন্য
হস্তে বাস্তবতাকে করলো অপমান।

মনুষ্যসেবা-পরোপকার পরম ধর্ম,
চরম সত্য কথাটি অজানা কভু নাই।
জ্ঞানপাপী হয়ে রয়েছ বেঁচে, নাটের
গুরু নাটাই হাতে সূতা ছাড়ে তাই।

আপন জীবন রক্ষা কর, মহাজীবন
গড়ে তোল, বাঁচার মতো বাঁচাতে শিখ।
অন্তর তৃপ্তি মনের প্রশান্তি অর্জিত
পবিত্রাত্মা সমুন্নত বিচরণ অন্তরীক্ষ।

মার্চ ১২, ২০২২ খ্রিঃ