চতুর্দিকে লুব্ধক সম্মান,পতিপত্তি,ভাবগাম্ভীর্য
আর আভিজাত্যোর নেই কোন শেষ।
জনগণের ধারক-বাহক সামাজিক কাজকর্মে মহান
দানবীর আকাশ ছোঁয়া ব্যাস্ততার মহাঅভিনিবেশ।

কথায়কথায় নীতিবাক্য, দালালদের জয়জয়কার
ধ্বনি, মাথায় পরিহিত মহামানবের মুকুট।
জনকল্যাণার্থে নিবেদিত প্রাণ মনুষ্য হৈতুষীতা
যেন তার চিরাচরিত স্বভাব চিরঅটুট।

জনগণের কষ্ট আকাঙ্ক্ষায় কাঁদে নিবেদিত প্রাণ
কুৎসিত হৃদয় উদ্ভাসিত বেদনার নীলোৎপল।  
লোকচক্ষুর অন্তরালে অন্যজগৎ, ভয়ংকর রূপরেখা
নিকৃষ্ট শয়তানও লজ্জায় হতবিহ্বল।

নিরীহ মানুষের উপর পশু বৃত্তি আচরণ, রক্তবণ্যা
কোন কিছুতেই নেই বিন্দু পরিমাণ দ্বিধা।
বিন্দুবিন্দু স্বার্থেও ঘটায় নারকীয়তা অন্তর- শূণ্য
মনে এ পশুদের রাক্ষুসের ক্ষুধা।

অন্যের সম্পদ লুটপাটে রক্তাক্ত নীলাভ হাত
তবুও লুটেরাদের আকাশচুম্বী শির।
সুকৌশলে অতি গোপনে ঘটায় অঘটন ধরা-
ছোঁয়ার বাহিরে অর্থলোলুপ এ মোনাফেকির।

অভিশপ্ত এ কুলাঙ্গাদের হাত অনেক লম্বা,
টাকায় দৌরাত্ম্যে ক্ষমতার মধ্যমণি।
পৌষ্য ভয়ঙ্কর শকুন বাহিনী অপেক্ষা ইশারার,
পলকেই ঝাপিয়ে পড়বে উচ্চারিত মারমার ধ্বনি।

ভদ্র সুশীল সমাজের অকাঙ্খিত নিরবতা মুখ্যদ্বায়ী,
আজকের এ দুর্ভেদ্য নাজুক পরিস্থিতির।
এ অন্তীম মুহূর্তে সভ্যতার ক্লান্তি লগ্নে সত্যের সোনালী
ঝাণ্ডা হাতে নাও হে তরুণ বীরসেনানী রণবীর।

১৮অক্টোবর, ২০২৪