সেই মেয়েটি প্রথম দেখায়
মৃদু হাসিয়া বলেছিলো মিষ্টি মিষ্টি কথা।
তখন হইতে মনে আমার বহিতে শুরু
করিলো একটু একটু করিয়া প্রেমের ব্যাথা।
এমনি করিয়া অতিক্রম
হইল অল্পকিছু সময় কাল।
একদিন সে নিজ হইতে
উন্মোচন করিলো প্রেমের দ্বার।
অবাক হইয়া দেখিতাম
তাহাকে আমি অপলক দৃষ্টিতে।
মনের মাধুরী মিশিয়ে বলিত সে
কথা অন্তর ভরিয়া যাইতো মিষ্টিতে।
চোখে ছিলো তাহার লজ্জা লজ্জাভাব
কন্ঠে ছিলো মৃদুমৃদু জড়তা।
ইশারায় বুঝাইয়া ছিলো সবি
কোথাও ছিলো না কোন অস্পষ্টতা।
মনের অজান্তে মনের
গভীরতা হইয়া যায় আকাশ ছোঁয়া।
হৃদয়ের স্পন্দনে স্পন্দনে উপলব্ধি
তাহার যেনো মন কাড়িয়া নেওয়া।
সুদীর্ঘ সময় পর এখনো মনে হয় সদ্য
প্রস্ফুটিত উত্তাল আবেগময় সেই মুহূর্ত।
সবকিছুই যেনো সেই পূর্বের মতো রহিয়াছে
মুহূর্তগুলো এখনো যেনো প্রাণবন্ত জীবন্ত।
মানুষের দৈহিক কাঠামোর
হয় অভাবনীয় আমূল পরিবর্তন।
মনের আসে না বার্ধক্যতা থাকিয়া যায়
চির সজীব, কেন জানি সেই পূর্বের মতোন।
১৯শে জানুয়ারি, ২০২১