বুকের ভিতর ভীষণ ঘা।
দেশটা নিয়ে এসব কি করছে তা!
উপড়ে দাও রক্ত চোখ।
শোষণ পীড়ণ চিরতরে দূর হোক।

পৈশাচিক শক্তির কালো থাবা।
জবাব দাও রক্ত মাখা।
ভেঙ্গে দাও নীলনকশা-ষড়যন্ত্র।
উসকে দেওয়া প্রভূসাঁজা দালাল তন্ত্র।

দেশি দালাল-
বিদেশীর সেঁজে করছে কারসাঁজ।  
অর্থ লোভে মাতৃভূমি দিচ্ছে
জলাঞ্জলি করছে সারা সর্বনাশ।

ভেঙে ফেলো অশুভশক্তি বিষদাঁত।
কালো শক্তির নোংরা ফাঁদ।
সময়ক্ষীর্ণ নেই আর ছাড়।
ভাঙো বুকের পাঁজর আছড়ে ফেলো
ঐ পাড়।

বাঁচতে হবে!  
লক্ষ বছরের নেই দরকার।
বীরের মতো এক মুহূর্ত,
কাঁপুনি ধরিয়ে দাও কুচক্রীর দম্ভভার।

অমাবস্যা তিথি হবে দূর।
কুচক্রীর সাথে আপোষ নয়, চক্ষুশূল।
বজ্রকন্ঠে তুল রণহুঙ্কার
অশুভ শক্তি প্রেতাত্মা করো চুরমার।

রক্তের হোলি খেলছে তারা।
বীর বিক্রমে করো তাড়া।
সূর্য উঁকি ঐ গগণে।
চৈত্র খাঁখাঁ রৌদ্র করবে স্নাত এই উনুনে।

ডিসেম্বর০২, ২০২৪